দক্ষিণ বঙ্গোপসাগরে ফিশিং বোটে দুর্ধর্ষ গণডাকাতির চেষ্টাকালে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩০ জলদস্যুকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ২টি ট্রলারও জব্দ করা হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) ভোরে বঙ্গোপসাগরে এই রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম।
র্যাব-৭ এর পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন, দক্ষিণ বঙ্গোপসাগরে (চট্টগ্রাম-কক্সবাজার উপকূল) অভিযান চালিয়ে বড় ধরণের গণডাকাতির চেষ্টকালে জলদস্যুদের অবস্থান শনাক্তের পর আটক ও বিপুল অস্ত্রশস্ত্র গোলাবারুদ জব্দ করেছে র্যাব। পরে তাদের পতেঙ্গা ১৫ নম্বর ঘাটে নিয়ে আসা হয়েছে।
তিনি বলেন, এই অভিযানের বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে। এ লক্ষ্যে দুপুরে ২টার দিকে নগরীর পতেঙ্গা ১৫নং ফিশারি ঘাটে সংবাদ সম্মেলন করা হবে।
—-ইউএনবি
আরও পড়ুন
কাঁদলেন গুলশানের সাবেক ওসি, বললেন শিক্ষার্থীদের পক্ষে ছিলেন
ডেঙ্গুতে হাজারের বেশি আক্রান্ত, একজনের মৃত্যু
ঢাকা মহানগরে তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ