অনলাইন ডেস্ক :
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বড় ধাক্কা খেয়েছে মালয়েশিয়ার অর্থনীতি। ওই তিন মাসে সেদেশের অর্থনীতিতে সংকোচন ঘটেছে। মূলত করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে লকডাউন পরিস্থিতির কারণে দেশটির অর্থনীতি ৪.৫ শতাংশ সংকোচন ঘটেছে। গত শুক্রবার কেন্দ্রীয় ব্যাংকের এক ঘোষণায় এসব তথ্য জানানো হয়। মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নুর শামসিয়াহ ইউনুস এক সংবাদ সম্মেলনে বলেন, বছরের তৃতীয় প্রান্তিকে অর্থাৎ জুলাই-আগস্ট-সেপ্টেম্বরে দেশের প্রতিটি সেক্টর খারাপ পারফরম্যান্স করেছে। বিশেষ করে নির্মাণ খাত, অভ্যন্তরীণ চাহিদা ও বৈদেশিক রফতানির মন্দাভাব ছিল। তবে ওই তিন মাসে সংকোচন ঘটলেও বছরের সার্বিক প্রবৃদ্ধি এখনও ৩ থেকে ৪ শতাংশ অর্জনের আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর ফলে দেশটিতে বর্তমানে অর্থনৈতিক কর্মকা- বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক কর্মকা- বাড়াতে মালয়েশিয়া সরকার ইতোমধ্যে কিছু নীতিগত পরিবর্তনও এনেছে। এসবের প্রভাব বছরের শেষ প্রান্তিকে পড়বে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
সিন্ডিকেট : ভরা মৌসুমেও বেড়েছে চালের দাম, অস্বস্তিতে ক্রেতা
আ. লীগ আমলের ভুল নীতির খেসারত দিচ্ছে বাংলাদেশ : অর্থ উপদেষ্টা