January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 31st, 2024, 9:03 pm

বছরের শেষ পুরস্কার উঠলো যাদের হাতে

নিজস্ব প্রতিবেদক:

চলতি বছরের শেষে দিকে শোবিজের তারকাদের মহামিলন ঘটেছে শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায়, রাজধানীর একটি অভিজাত হোটেলে। এদিন অনুষ্ঠিত হলো ইটিভি-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ডের ২৩তম আসর।

এ বছর আজীবন সম্মাননা পেয়েছেন সাংবাদিক ও টিভি ব্যক্তিত্ব শফিক রেহমান। তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ সম্মাননা পেয়েছেন সংগীতে বেবী নাজনীন, অভিনয়ে জয়া আহসান, সাংবাদিকতায় ফাহিম আহমেদ এবং বিজ্ঞাপনে সৈয়দ আলমগীর।

চলতি বছরের সবচেয়ে আলোচিত ‘প্রিয়তমা’ সিনেমার প্রশংসিত ও জনপ্রিয় গান ‘ঈশ্বর’-এর জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন প্রিন্স মাহমুদ। অন্যদিকে তরুণ গীতিকবি মাহমুদ মানজুর। সমালোচকদের বিচারে বছরের সেরা গীতিকবি হিসেবে পুরস্কৃত হলেন তিনি।

বছরের শেষ পুরস্কার উঠলো যাদের হাতে

এ ছাড়া জনপ্রিয় ও সমালোচক বিভাগে অন্যদের মধ্যে পুরস্কার পেয়েছেন প্রিন্স মাহমুদ, ন্যান্সি, কোনাল, মেহজাবীন চৌধুরী, সজল, আসিফ ইকবাল, আশফাক নিপুণ, আজমেরী হক বাঁধন, কবিরুল ইসলাম রতন, এফ এস নাঈম, তপু খান, পরীমনি, সিয়াম আহমেদ, সাফা কবির, ইকবাল আসিফ জুয়েল, তানজিন তিশা, ফারহান আহমেদ জোভান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা ও এফ এস নাঈম। স্টেজ পারফরম্যান্সে অংশ নেন বেবী নাজনীন, পূর্ণিমা, পরীমণি, তানজিন তিশা, মেহজাবীন চৌধুরী, পারসা ইভানা, সজল, স্পর্শিয়া, তসনিয়া ফারিণ, সাইদুর রহমান পাভেলসহ অনেকেই।

১৯৯৯ সালে গঠিত হয় দেশের প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন, অনলাইন নিউজপোর্টালে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)।