January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 17th, 2022, 7:40 pm

বছরের সেরা ‘ডাক’ মারা তিনজনই বাংলাদেশের

অনলাইন ডেস্ক :

টেস্ট মর্যাদা পাওয়ার ২২ বছর চললেও এই ফরম্যাটে বাংলাদেশ এখনও দুগ্ধপোষ্য শিশু। সাদা পোশাক গায়ে চাপালেই যেন সবার মাঝে ছটফটানি শুরু হয়ে যায়। ব্যাট হাতে নামলেই দেখা যায় আউট হওয়ার প্রতিযোগিতা। মাঝেমধ্যে কেউ কেউ ভালো পারফর্ম করেন, সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার অ্যান্টিগা টেস্টেও তেমনটাই ঘটেছে। চলতি ২০২২ সালে মাত্র ১টি টেস্ট জিতেছে বাংলাদেশ। সেটি নিউজিল্যান্ডের মাটিতে অবিশ্বাস্যভাবে পাওয়া জয়। পরবর্তী ম্যাচগুলোর পারফর্মেন্স এতটাই খারাপ যে, নিউজিল্যান্ডের ওই জয়কে নিয়ে মাতামাতি করা যায় না। গতকালই অ্যান্টিগায় ৬ ব্যাটার ‘ডাক’ মেরেছেন! এই নিয়ে ৩ বার এক ইনিংসে বাংলাদেশের ৬ ব্যাটার ‘ডাক’ মারল! শুধু তাই নয়, চলতি বছরে ‘ডাক’ মারায় বাংলাদেশের ধারেকাছে কেউ নেই। আরও স্পষ্ট করে বললে, চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত সর্বোচ্চ ‘ডাক’ মারা প্রথম তিন ব্যাটারই বাংলাদেশের। ৫ ম্যাচের ৮ ইনিংসে ৬টি ‘ডাক’ মেরে শীর্ষে আছেন পেসার খালেদ আহমেদ। পরের দুজনই স্বীকৃত ব্যাটার। দুই নম্বরে থাকা ওপেনার মাহমুদুল হাসান জয় ৯ ইনিংসে ৪ বার শূন্য রানে আউট হয়েছেন। তিনে আছেন মুমিনুল হক। তিনিও ১২ ইনিংসে ৪ বার ‘ডাক’ মেরেছেন। পরের দুটি অবস্থান যথাক্রমে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদার। দুজনেই ৩টি করে ‘ডাক’ মেরেছেন।