বড়দিন উপলক্ষে দেশের খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ অনুষ্ঠানে খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি বিশপ ফিলিপ পি অধিকারী, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ড. বেনেডিক্ট আলো ডি রোজারিও এবং জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশ-এর সভাপতি খ্রিস্টোফার অধিকারীসহ দেশের খ্রিস্টান সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ধর্মীয় নেতারা তাঁদের বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক সুনাম এবং দেশের অর্থনীতি ও সার্বিক উন্নয়নে তাঁর অবদানের প্রশংসা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে আগামী নির্বাচনও সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।
আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ তাঁর বক্তব্যে যিশু খ্রিস্টকে সর্বজনীন উল্লেখ করে বলেন, “যিশু খ্রিস্টের ক্ষমা ও মানবসেবার মহান আদর্শের প্রতিফলন ঘটে বিশ্বজুড়ে। বাংলাদেশের মানুষও এ বছর উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বড়দিন উদযাপন করছে।”
তিনি প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পরে জনগণ আপনার ওপর আস্থা রেখেছিল। আপনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন। আমরা প্রার্থনা করি, একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে আপনার প্রচেষ্টা সফল হবে।”
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও উপস্থিত নেতৃবৃন্দসহ সবাইকে বড়দিন ও আসন্ন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আপনারাই সমাজের প্রতিবিম্ব। আপনাদের দেখে বোঝা যায়, সবকিছু ঠিক আছে কি না। আমরা একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তুলতে চাই।”
এনএনবাংলা/

আরও পড়ুন
তারেক রহমানের একান্ত সচিব সাত্তার, প্রেস সচিব সাংবাদিক সালেহ শিবলী
৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন
তাসনিম জারার মনোনয়ন বাতিল