খ্রিষ্টধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মের বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বঙ্গভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বঙ্গভবন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি বড়দিন উপলক্ষে দেশের খ্রিষ্টান সম্প্রদায়সহ বিশ্ববাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান। পাশাপাশি জাতি, ধর্ম ও বর্ণভেদে নির্বিশেষে দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি চিরদিন অটুট ও সুদৃঢ় রাখার আহ্বান জানান তিনি।
এনএনবাংলা/

আরও পড়ুন
পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিলেন মামদানি
যেখানে মায়ের পথচলা থেমেছে, সেখান থেকেই এগিয়ে নেব: তারেক রহমান
জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন