জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
বড়লেখায় তারেক আহমদ নামে এক যুবকের মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। ৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে নিজ বাড়ি থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে বড়লেখা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুছেগুল গ্রামে। নিহত তারেক ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে। স্বজনদের দাবি, তারা তারেকের মৃত্যুর বিষয়ে কোনো কিছুই জানেন না। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক শুক্রবার রাতে খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। শনিবার সকালে ঘুম থেকে উঠতে দেরি করায় পরিবারের লোকজন তার কক্ষে গিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেন। পরে স্থানীয়ভাবে খবর পেয়ে বেলা আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পরে মৃতদেহ মর্গে পাঠানো হয়। বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে কী কারণে তারেক আত্মহত্যা করেছেন তা পরিষ্কার নয়। পরিবারের লোকজনও কিছু বলতে পারছেন না। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আরও পড়ুন
রংপুরে যুবলীগ-ছাত্রলীগ নেতা জেল হাজতে প্রেরণ
জাতীয় নির্বাচন নিয়ে আমরা কিছুটা উদ্বিগ্ন : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
জয়পুরহাটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত,৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক