November 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 31st, 2025, 6:17 pm

বড়লেখায় গর্ভবতী মা ও নবজাতক শিশুসেবা কার্যক্রমের উদ্বোধন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নের বড়খলা খাসিয়া পুঞ্জিতে বুধবার দুপুরে আন্তর্জাতিক সংস্থা ‘কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে গর্ভবতী মা ও নবজাতক শিশুসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বড়খলা প্রকল্প কার্যালয় প্রাঙ্গণে লুমডনবক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এলডিএফ) চেয়ারম্যান  রেভারেন্ড পাইরিন সুটিংয়ের সভাপতিত্বে ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বড়খলা (বিডি-০৪৩২) এর প্রকল্প ব্যবস্থাপক স্টিফেন মারলিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার।

বিশেষ অতিথির বক্তব্য দেন, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (সিআইবি) এর সিনিয়র ম্যানেজার অফ প্রোগ্রাম সাপোর্ট মাইকেল দে, ম্যানেজার অফ পার্টনারশীপের লাল চুয়াক পাঙখুয়া, ফুড সিকিউরিটি এন্ড লাইভলীহুড প্রোগ্রাম সাপোর্ট স্পেশালিস্ট তিমথী ব্যাপ্টিস্ট, প্রোগ্রাম ফ্যাসিলিটেটর বিষু কুমার দাস, সারভাইভাল এন্ড আরলি চাইল্ডহুড প্রোগ্রাম সাপোর্ট স্পেশালিস্ট এলোরিন চুন্নি অধিকারি, হেলথ  স্পেশালিস্ট ড. প্রিসিলা খিয়াং প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন লুমডনবক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী (পিডিএ) কো-অর্ডিনেটর ডেন্টিনা মারলিয়া, চার্চ অফ গড বড়লেখা-জুড়ীর ইনচার্জ রেভারেন্ড রমিউস খংকাই, ইউপি সদস্য হিফজুর রহমান, বড়খলা বিডি-০৪৩২ প্রকল্পের এলসিসি চেয়ারম্যান পিল পালা, বরমচাল বিডি-০৪০৬ প্রকল্পের এলসিসি চেয়ারম্যান মৃত্যুঞ্জয় তালুকদার প্রমুখ। পরে অতিথিবৃন্দ গর্ভবতী মা ও নবজাতক শিশুর পরিবারের মাঝে মশারী ও নবজাতক ড্রেস সেট বিতরণ করেন।