জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মাহতাব উদ্দিন মাতাইকে (৬২) বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে। তিনি উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব-শংকরপুর গ্রামের মৃত জইন উদ্দিনের ছেলে।
থানার ওসি মো. আবুল কাশেম সরকার জানান, একটি রাজনৈতিক মামলায় দাসেরবাজার ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন মাতাবকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
সিলেট টু ইউরোপ কার্গো ফ্লাইটের শূভ সূচনা
মৌলভীবাজারে ধরা পড়েছে বিরল প্রজাতির সোনালী রঙের কৈ মাছ
শাবিপ্রবি’র বিভিন্ন স্থাপনায় এখনও বহাল শেখ পরিবারের নাম