November 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 26th, 2025, 6:50 pm

বড়লেখা থেকে ৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-১

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজারের বড়লেখা থেকে ৯১৪৪ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন নামের ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার রাতে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল মৌলভীবাজার জেলার বড়লেখা থানা এলাকায় টহল ডিউটি করাকালীন বড়লেখা থানাধীন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সোয়ারারতল সাকিনস্থ একটি বাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌছালে উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি সু-কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তার হেফাজতে মাদকদ্রব্য ইয়াবা রয়েছে। পরবর্তীতে তার দেখানো ও নিজ হাতে বাহির করে দেওয়া মতে একটি পলিথিনের ব্যাগের ভিতর হতে ৪৬টি কালো রংয়ের বায়ুরোধক প্যাকেটে রক্ষিত সর্বমোট ৯১৪৪ পিস ইয়াবাসহ তাকে নিয়ে আসা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, দেলোয়ার হোসেন (৩৫), পিতা- খলিলুর রহমান, সাং-ভোবারতল থানা-বড়লেখা, জেলা- মৌলভীবাজার। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামতসহ বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।