জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
বড়লেখা পৌরসভা জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাউন্সিলরদের ভোটগ্রহণ শনিবার নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয় হলরুমে সম্পন্ন হয়েছে। রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যক্ষ আসুক উদ্দিন। এসময় জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, পৌর বিএনপির আহ্বায়ক ও নির্বাচন কমিশনার মীর মখলিছুর রহমান, সদস্য সচিব মোহাচ্ছান বাদলসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘোষিত ফলাফল অনুযায়ি সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম খোকন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা ও পৌর কাউন্সিলর আব্দুল হাফিজ ললন। এছাড়াও সর্বোচ্চ ভোট পেয়ে উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্দুল মালিক সিনিয়র সহসভাপতি, সামছুল হাসান যুগ্ম সাধারণ সম্পাদক ও শামীম আহমদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বড়লেখা পৌর বিএনপির দ্বি-বার্ষিক কার্যকরি কমিটির এই পাঁচ পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। সর্বমোট ৬৩৯ জন কাউন্সিলরের মধ্যে ৫৯৮ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
আরও পড়ুন
কারো উশৃংখল বক্তব্যে জামায়াতে ইসলামীর কাজ ব্যাহত হবে না
কুলাউড়ায় শ্রেণিকক্ষে সিলিং ফ্যান পড়ে ছাত্রী আহত
সিদ্দিকীয়া জামেয়া-ই-মাদানিয়া ট্রাস্ট খুলনার আলোচনা সভা