August 29, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 28th, 2025, 7:24 pm

বড়লেখা সীমান্তে বিএসএফের ১৬ জনকে পুশইন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

বড়লেখা উপজেলার সীমান্তবর্তী কুমারসাইল চা বাগান এলাকা থেকে মঙ্গলবার দুপুরে নারী ও শিশুসহ ১৬ জন অবৈধ রোহিঙ্গা নাগরিক ও ৩ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। বিএসএফ এদেরকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দিয়েছে। রাতে বিজিবি আটককৃতদের থানায় সোপর্দ করেছে। বিজিবি জানিয়েছে, আটককৃতদের মধ্যে নারী ও শিশুসহ ৩ জন বাংলাদেশি নাগরিক এবং নারী ও শিশুসহ ১৩ জন রোহিঙ্গা নাগরিক। বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে এরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিল। সম্প্রতি সেখানে আটক হয়। আটক বাংলাদেশি নাগরিকরা হচ্ছে, বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলার চাকঢালা গ্রামের আব্দুল্লাহর স্ত্রী খাদিজা বেগম (২২), শিশুপুত্র ইয়াছিন (৫) ও তোহা (২)। রোহিঙ্গা নাগরিকরা হচ্ছে, কক্সবাজারের টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের হালিমা খাতুন (৫৮), মো. হোসান আলী (৩২), মো: সুলতান মিয়া (২২), মো: রাফি (১৬), আসমিতা আক্তার (২৫), শিশুপুত্র মো: আরব (৬ মাস) ও সোহান (২), শিশুকন্যা জান্নাত আরা (৬) ও জান্নাতুল মাওয়া (৫), মো: ইব্রাহিম আলী (২৫), নূর কায়েস বিবি (২৪), সাবিকুন্নাহার (১৬) ও দিল মোহাম্মদ (২৭)। বিভিন্ন সময়ে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গমণ করেছিল। সম্প্রতি ভারতীয় পুলিশের হাতে আটক হয়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, মঙ্গলবার দুপুরে ৩ জন বাংলাদেশি নাগরিক ও ১৩ জন রোহিঙ্গা নাগরিককে বিএসএফ পুশইন করলে বিজিবির টহল বাহিনী কর্তৃক আটক হয়। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই শেষে পরিচয় নিশ্চিত হওয়ার পর এই ১৬ জনকে রাতে থানায় সোপর্দ করা হয়েছে।

বড়লেখা থানার ওসি মো: মাহবুবুর রহমান মোল্লা জানান, বিজিবি জিডি মুলে ৩ জন বাংলাদেশি নাগরিক ও ১৩ জন রোহিঙ্গা নাগরিককে মঙ্গলবার রাতে থানায় সোপর্দ করেছে। রোহিঙ্গা নাগরিকদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর এবং বাংলাদেশি নাগরিকদের পরিবারের জিম্মায় দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে