December 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 6th, 2025, 7:37 pm

বদলগাছীতে মেডিয়েশন কনফারেন্স: ক্যারিয়ার ও শান্তিপূর্ণ সমাজ গঠনে দিকনির্দেশনা

নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাপা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘মেডিয়েশন কনফারেন্স – ক্যারিয়ার গাইডলাইন’। শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশ নেন এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী।

মূলত শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথনির্দেশনা, নৈতিক মূল্যবোধ, শান্তি প্রতিষ্ঠা এবং সামাজিক বিরোধ নিষ্পত্তিতে মেডিয়েশনের বাস্তব ভূমিকা নিয়ে আলোচনা হয় কনফারেন্সে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান। তিনি বলেন, “সমাজে অনেক বিরোধই সামান্য ভুল বোঝাবুঝি থেকে তৈরি হয়। এগুলো আদালতে না গিয়েও মেডিয়েশনের মাধ্যমে সহজেই সমাধান সম্ভব।”
অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহবুবা তাসনিম আখি, ফটোসাংবাদিক মো. সাজ্জাদ হোসেন, প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশিদ, সাবেক প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান এবং বিসম অ্যাসোসিয়েটস-এর প্রতিনিধি সোহানি ইসলাম সমাপ্তি, এডভোকেট মমতাজ পারভিন মৌ, ব্যারিস্টার নিশাদ মাহমুদ ও হুমায়ুন কবির সিকদার।
বক্তারা বলেন, মাঠপর্যায়ে কমিউনিটি মেডিয়েশন এখন দ্রুত বিরোধ মীমাংসার কার্যকর মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। এতে পরিবার–সমাজ–সম্পর্ক রক্ষা পায় এবং আদালতের চাপও কমে।

ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেন বলেন, মেডিয়েশন খুব কম সময়ে বিরোধ মীমাংসা করতে পারে। ভবিষ্যতে মামলার জট কমাতেও এটি বড় ভূমিকা রাখবে।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মিস অন্নি ইসলাম, অ্যাক্রেডিটেড মেডিয়েটর ও কমিউনিটি মেডিয়েশন সেন্টারের যুগ্ম সম্পাদক। সমাপনী বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও বিমস চেয়ারম্যান এস. এন. ঘোষামী।

আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস) জানায়, শিক্ষার্থীদের মধ্যেই শান্তিপূর্ণ সমাজ গঠনের ভিত্তি তৈরি হয়। তাই স্কুল-কলেজ পর্যায়ে মেডিয়েশন সচেতনতা বাড়ানো তাদের অন্যতম লক্ষ্য।