নিজস্ব প্রতিবেদক:
প্রাণের কর্মস্থল বিএফডিসির পর চ্যানেল আইয়ে শেষশ্রদ্ধার পর বনানী কবরস্থানে চিরনিদ্রা গেলেন অঞ্জনা রহমান। আজ (৪ জানুয়ারি) শনিবার বিকেল ৩টার পর তার দাফন সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা সুব্রত, জয় চৌধুরী, কমল পাটেকর, সনি রহমান, পরিচালক আতিকুর রহমান চুন্নু, গাজী মাহবুব, মালেক আফসারি, প্রযোজক খোরশেদ আলম খসরু প্রমুখ।
গত কয়েকদিন ধরে রাজধানীর পিজি হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন অঞ্জনা রহমান। এর আগে ২৪ ডিসেম্বর এই অভিনেত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার দিবাগত রাতে তিনি মারা যান।
অঞ্জনা রহমান তার ক্যারিয়ারে ৩ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৮১ সালে ‘গাংচিল’ এবং ১৯৮৬ সালে ‘পরিণীতা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। তিনবার পেয়েছেন বাচসাস পুরস্কার।
আরও পড়ুন
বিদেশ যাওয়ার জন্য আদালতে বসুন্ধরা চেয়ারম্যান, দুদকের নিষেধাজ্ঞা তুলে নিতে আবেদন
সুযোগ পেয়েও হার এড়ানো গেল না প্রোটিয়াদের বিপক্ষে
১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছি, আশ্রয় দিচ্ছি ১৩ লাখ রোহিঙ্গাকে: প্রধান উপদেষ্টা