August 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 15th, 2025, 4:44 pm

বনানীতে সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা, জড়িত ৫ জন শনাক্ত

 

ঢাকার বনানীর ১১ নম্বর রোডে ‘৩৬০ ডিগ্রি’ নামে একটি সিসা বারে কথা-কাটাকাটির জেরে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সিসা বারের সিঁড়িতে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হত্যাকারীরা রাব্বির পূর্বপরিচিত এবং তারা নিয়মিত এই সিসা বারে যেতেন। বারের সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৫ জনকে শনাক্ত করা হয়েছে। এ ছাড়াও তাদের মধ্যে একজনের নাম ও পরিচয় পাওয়া গেছে।

ঘটনা প্রসঙ্গে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার গণমাধ্যমকে বলেন, ‘সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে কথা-কাটাকাটির এক পর্যায়ে রাহাতের পায়ে ছুরিকাঘাত করেন তার পূর্বপরিচিত কয়েকজন যুবক। গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত ব্যক্তিরা রাহাতের পূর্বপরিচিত এবং তারা প্রায়ই এই সিসা বারে আসতেন। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।’

নিহত রাহাত হোসেন রাব্বি/ ছবি: সংগৃহীত

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই সিসা বার থেকে নামার সময় মুন্না নামে এক যুবকসহ আরও ছয়-সাতজনের সঙ্গে কথা-কাটাকাটি হয় রাহাত হোসেন রাব্বির। একপর্যায়ে তারা রাব্বিকে এলোপাতাড়ি মারধর শুরু করে।

হামলাকারীরা রাব্বিকে ধারালো চাকু দিয়ে বাম উরুতে তিনটি এবং ডান হাতের কনুইতে একটি গুরুতর জখম করে। পরে গুরুতর আহতাবস্থায় রাব্বিকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনএনবাংলা/আরএম