অনলাইন ডেস্ক :
সিরিয়ায় বনে আগুন দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হওয়া ২৪ জনের মৃত্যুদন্ড কার্যকর হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়। বিচার মন্ত্রণালয়ের বরাত গত বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে বলা হয়, দ-প্রাপ্তরা সন্ত্রাসী কর্মকান্ডের জন্য দোষী সাব্যস্ত। তারা দাহ্য পদার্থ ব্যবহার করে রাষ্ট্রীয় অবকাঠামো, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি করেছে। মৃত্যুদন্ড প্রাপ্তরা সরকারি অবকাঠামো এবং সম্পদের অপূরণীয় ক্ষতির জন্য দায়ী। এই ঘটনায় জড়িত আরও ১১ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্তরা গত বছরে কৃত্রিমভাবে সিরিয়ার হোমস, লাতাকিয়া এবং তারতুসে দাবানল সৃষ্টি করে। গত বছরের অক্টোবর মাসে সিরিয়ার উপকূলীয় লাটাকিয়া এবং টারটাস ও হমস প্রদেশের শত শত একর বনভূমিতে অগ্নিকান্ড সংঘটিত হয়। দমকল বাহিনীর আপ্রাণ চেষ্টার পরও টানা প্রায় দুই মাস ধরে বিস্তীর্ণ এলাকার বনভূমি আগুনে পোড়ে। এতে মৃত্যু হয় তিনজনের। প্রায় ১৩ হাজার হেক্টর কৃষিজমি ও ১১ হাজার হেক্টর বনভূমি ধ্বংস হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ৩৭০টিরও বেশি ঘরবাড়ি। পরে আগুনের ঘটনা তদন্তে সিরিয়ার পুলিশ জানতে পারে ওই দাবানল আসলে মানবসৃষ্ট। দাবানলের সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দাহ্য পদার্থ ব্যবহার করে রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সম্পত্তি ধ্বংস করার অভিযোগে মামলা রজু করা হয়। এরমধ্যে ১১ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদ-, চারজনকে অস্থায়ী শাস্তি ও পাঁচজন অপ্রাপ্ত বয়স্ককে ১০ থেকে ২০ বছরের সশ্রম কারাদ- দেওয়া হলেও ২৪ জনকে মৃত্যুদন্ড দেয় সিরিয়ার আদালত। সিরিয়ার বিচার মন্ত্রণালয়ের দাবি, আসামিরা অপরাধ স্বীকার করেছেন।
আরও পড়ুন
টেক্সাসে হঠাৎ বন্যায় ২৪ জনের মৃত্যু, নিখোঁজ ২৫ শিশু
আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ৮০ কোটি টাকার লটারি জয়
ওভাল অফিস থেকে জাকারবার্গকে বেরিয়ে যেতে বলা হয়