January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 7th, 2022, 8:19 pm

‘বন্দি রুশ সেনাদের হত্যা করেছে ইউক্রেনের সেনারা’, ভিডিও প্রকাশ

অনলাইন ডেস্ক :

ইউক্রেনীয় সেনারা বন্দি কয়েকজন রুশ সেনাকে হাত বাঁধা অবস্থায় গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে। দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ওই ভিডিও ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিমে অবস্থিত একটি গ্রামের বাইরে ধারণ করা হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ভিডিওতে কাউকে বলতে শোনা যায়, ‘সে (রুশ সেনা) এখনও বেঁচে আছে। এ হামলাকারীর ছবি তোলো। সে এখনও নিঃশ্বাস নিচ্ছে।’ এরপর ইউক্রেনের এক সেনা ওই আহত রুশ সেনাকে লক্ষ্য করে দুবার গুলি ছোড়ে। ওই রুশ সেনা তখনও নড়াচড়া করলে তাঁর শরীরে আবারও গুলি করা হয়। এ ছাড়া ওই ভিডিওতে হাত বাঁধা অন্তত তিন জন রুশ সেনার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। ইউক্রেনের যে বুচা শহরে রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে, সেটি থেকে প্রায় সাত মাইল দক্ষিণ-পশ্চিমে দিমিত্রিভকা গ্রামে এ ঘটনা ঘটেছে। যুদ্ধের সময় প্রতিপক্ষের বন্দি সেনাদের হত্যা করাকে আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করা হয়। কয়েকদিন ধরে ইউক্রেন অভিযোগ করে আসছেÑরুশ সেনারা বুচা শহরে বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করেছে। তবে, রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে।