নিজস্ব প্রতিবেদক
বন্যপ্রাণীর অধিকার সুরক্ষা ও চট্টগ্রাম বন সংরক্ষক মোল্যা রেজাউল করিমের অপসারণসহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে৷ বুধবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে পরিবেশবাদী সংগঠন সেভ দ্যা নেচার অব বাংলাদেশ এর চেয়ারম্যান আ ন ম মোয়াজ্জেম হোসেন ছয় দফা দাবি উল্লেখসহ বন্যপ্রাণী সংরক্ষণ ও হত্যা বন্ধে লিখিত বক্তব্য পাঠ করেন।
এ সময় তিনি জানান, জৈব নিরাপত্তার স্বার্থে, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন লঙ্ঘন করে গড়ে তোলা সারাদেশের চিড়িয়াখানাগুলো বন্ধ হলেও চট্টগ্রাম চিড়িয়াখানা এখনো বহাল তবিয়তে আছে। তাই ওই চিড়িয়াখানার সকল বন্যপ্রাণী অবিলম্বে উদ্ধার করা উচিত। এছাড়া বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্পের নামে বিগত সরকারের সময়ে নানা অনিয়মের তদন্ত ও বিচারসহ নির্বিচারে হাতি এবং অন্যান্য বন্যপ্রাণী হত্যার বিচার করার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে চট্টগ্রামের বন সংরক্ষক মোল্যা রেজাউল করিমের বদলি বানিজ্য, লুটপাট, দুর্নীতি এবং নারী কেলেঙ্কারীসহ সকল অপকর্ম তদন্ত করে অবিলম্বে তাকে অপসারণ করার দাবিও জানানো হয়। এর পাশাপাশি প্রাণী কল্যাণ আইনের ১৮ ধারা সংশোধন করার দাবি তোলা হয় সংবাদ সম্মেলন থেকে।
আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, লায়ন হালিমা চৌধুরী, শরীফুল ইসলাম জুয়েল, নুরুল ইসলাম নুরু, মো. আলাউদ্দিনসহ আরো অনেকে।
সংবাদ সম্মেলনে উত্থাপিত ছয় দফা দাবিগুলো হলো, বদলি বানিজ্য, লুটপাট, দুর্নীতি ও নারী কেলেঙ্কারিসহ অপকর্মে জড়িত বিতর্কিত চট্টগ্রামের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিমকে অবিলম্বে অপসারণ। হাতি সুরক্ষা প্রকল্প বানিজ্যের আড়ালে গত দশ বছরে কক্সবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান ও শেরপুরে মোল্যা রেজাউল করিম, তপন কুমার দে ও ইয়াসিন নেওয়াজের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে নিহত শতাধিক হাতির ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্টসহ প্রতিটি হত্যাকান্ডের মামলার সর্বশেষ তথ্য প্রকাশ করতে হবে।
হাতির করিডোরসহ সকল বন্যপ্রাণীর নিরাপদ অভয়ারণ্য নিশ্চিত করতে হবে।
ভূমি, বন, পরিবেশ, শিল্প ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন করে দেওয়া KEPZ এর ভূমি বন্ধোবস্তী বাতিল করতে হবে। ডুলহাজারা সাফারি পার্কের মাস্টার প্লান লঙ্ঘন করে মনগড়া উন্নয়নের নামে লুটপাটের তদন্ত করতে হবে। সাফারি পার্কে মারা যাওয়া সকল বন্যপ্রাণীর ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট জনসম্মুখে প্রকাশ এবং চুরি হওয়া সকল বন্যপ্রাণী উদ্ধারসহ অপকর্মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
আরও পড়ুন
‘সমঅধিকারের বাংলাদেশ গড়তে প্রধান উপদেষ্টার পরিকল্পনা সফল হবে’
দোহায় শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন: ড. ইউনূস