বন্যার কারণে ব্যাংকের যেসব শাখা, উপশাখা এবং এজেন্ট ব্যাংকিংয়ে কার্যক্রম স্বাভাবিক পরিচালনা করা সম্ভব হচ্ছে না, বিকল্প উপায়ে সেখানে জরুরি ব্যাংকিং কার্যক্রমের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেট, সুনামগঞ্জ, রংপুর, কুড়িগ্রামসহ বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। পানির কারণে এসব এলাকার অনেক ব্যাংক এবং এটিএম শাখা খুলতে পারেনি।
তবে বন্যা পরিস্থিতির উন্নতি হলে দ্রুত সংশ্লিষ্ট শাখা ও উপশাখা থেকে গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদানের ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এদিকে ভারতের মেঘালয়ে ভারী বর্ষণ ও ভূমিধসের কারণে সিলেট ও সুনামগঞ্জের প্রায় ৯০ শতাংশ এলাকা তলিয়ে গেছে। এ দুই জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধি ও ৪৩ টি পণ্যের শুল্কহার বৃদ্ধি নিয়ে ঢাকা চেম্বারের উদ্বেগ
২০২৪ সালে ৪০ কোটি টাকার বীমাদাবি প্রদান করলো প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স
চালের বাজার সহনীয় রাখতে প্রয়োজনে বিশেষ ওএমএস: অর্থ উপদেষ্টা