অনলাইন ডেস্ক :
গত কয়েকদিন ধরে সিলেট এবং সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যা চলছে। শহরে ঢুকে পড়েছে বন্যার জল। মানুষ এবং গবাদি পশুর অবস্থা শোচনীয়। ঘর-বাড়ি সবকিছু ভেসে গেছে। এমন মানবিক বিপর্যয়ে সহায়তার হাত বাড়িয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেটে বন্যার্তদের সহায়তায় এবার মাঠে নামতে যাচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। রোববার মিরপুর শেরে বাংলায় সাংবাদিকদের বিসিবির প্রাধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘সব সময় আমাদের চেষ্টা থাকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের পাশে থাকার। এবারও ব্যতিক্রম হবে না বলে আমি মনে করি। আমাদের বোর্ড সভাপতি মহোদয় ইতোমধ্যে আমাদের নির্দেশ দিয়েছেন। আমরা সেটা নিয়ে কাজ করছি। সিলেটের আমাদের জাতীয় দলের কিছু খেলোয়াড় আছেন, যারা বর্তমানে দলের সঙ্গে দেশের বাইরে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ‘ত্রাণ বিতরণে বিসিবির পরিচালক ও বোর্ডের নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। নিজাম উদ্দিন চৌধুরী আরও বলেছেন, ‘ইতিমধ্যে আমাদের যে সংশ্লিষ্ট বোর্ড পরিচালক আছেন, তার সঙ্গে আমাদের কথা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে উনি যোগাযোগ করছেন কীভাবে আমরা অংশ নিতে পারি বা কীভাবে আমরা পাশে থাকতে পারি। সে ব্যাপারে আমরা কাজ করছি। খুব শিগগির আমরা আশা করছি কিছু একটা আপনারা দেখতে পারবেন। ‘
আরও পড়ুন
ঝোড়ো ইনিংস খেলে কেন মাহমুদউল্লাহকে কৃতিত্ব দিলেন রিশাদ?
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম