সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১০ কোটি টাকার একটি চেক হস্তান্তর করেছেন।
আজ (বৃহস্পতিবার) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে চেকটি প্রধানমন্ত্রীকে হস্তান্তর করা হয়। এতে আরো বলা হয়, বন্যা-দুর্গত এলাকায় মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে তাদের একদিনের বেতন জমা দেয়ার মাধ্যমে একটি মহতী উদ্যোগে সরাসরি সম্পৃক্ত হলেন।
—বাসস

আরও পড়ুন
কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ করলেন জাইমা রহমান
বসুন্ধরা চেয়ারম্যানের স্ত্রী আফরোজার গুলশান ও ভাটারার জমি-বহুতল ভবন জব্দের আদেশ
পদত্যাগের ২ দিন পর সায়েদুর রহমানকে আবারও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ