July 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, July 19th, 2025, 1:06 pm

বয়সে ছোট মোদির পা ছুঁতে গেলেন মিঠুন, তারপর কী ঘটল

সভায় নরেন্দ্র মোদি ও মিঠুন চক্রবর্তী/ ছবি: সংগৃহীত

 

ভারতের পশ্চিম বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনতে ইতোমধ্যেই মাঠে নেমে পড়েছেন অভিনেতা-নেতা মিঠুন চক্রবর্তী।

ভারতের দুর্গাপুরে রাজনৈতিক সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে মোদির পাশে ছিলেন বিজেপির বড় নেতারা, সঙ্গে ছিলেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীও।

দুর্গাপুরের সভায় সামনের সারিতেই উপস্থিত ছিলেন তিনি। সেখানে মোদি তার বক্তব্য শেষ করে নিজে থেকেই মিঠুনের দিকে এগিয়ে যান। দু’জন হাসি মুখে হাত মেলান।

তবে ভাষণ শেষের পর বিদায় জানানোর মুহূর্তেই ঘটল অপ্রত্যাশিত এক ঘটনা। আসন ছেড়ে প্রধানমন্ত্রীর সামনে চলে আসেন মিঠুন।

মিঠুন আচমকাই মোদিরর পা ছুঁয়ে প্রণাম করতে এগিয়ে যান। কিন্তু সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী তার কাঁধে হাত রেখে বাধা দিলেন। হাতের ইশারায় বুঝিয়ে দিলেন, তিনি এটা চান না। বরং পরম স্নেহে মিঠুনকে বুকে জড়িয়ে ধরলেন। এই সৌজন্যে মুগ্ধ হয়ে গেছে অনেকেই।

এদিকে মিঠুন চক্রবর্তীর বয়স মোদির থেকে কয়েক মাস বেশি। দুজনেরই জন্ম ১৯৫০ সালে, তবে মিঠুনের জন্ম জুনে, আর মোদির সেপ্টেম্বরে।

বয়সে ছোট প্রধানমন্ত্রীর প্রতি এমন শ্রদ্ধা দেখানো কি নিছক সম্মান, না কি রাজনৈতিক সৌজন্য অথবা রাজনৈতিক সুবিধা হাসিলের চেষ্টা—তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।

এনএনবাংলা/আরএম