বরগুনা সদর উপজেলার চালিতাতলীর পায়রা নদী থেকে বড় আকৃতির একটি কচ্ছপ স্থানীয় জেলেদের জালে আটকা পড়েছে। কচ্ছপটির পিঠে বসানো রয়েছে ‘জিপিএস ট্র্যাকার’ (অবস্থান নির্ণায়ক যন্ত্র)।
শনিবার বিকালে চালিতাতলী এলাকায় কচ্ছপটি আটকা পড়ে।
জেলে শাহিন বলেন, নদীতে ইলিশ ধরার সময় জালে কচ্ছপটি আটকা পড়ে। পিঠে বসানো যন্ত্রটি দেখে প্রথমে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। পরে খবর পেয়ে শত শত লোক দেখতে আসে। গ্রামের মানুষ দেখেও আতঙ্কিত হয়। পরে বন কর্মকর্তাদের খবর দিয়ে কচ্ছপটি তাদের কাছে হস্তান্তর করা হয়।
বরগুনা সদর উপজেলার বন কর্মকর্তা মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার
জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষায় দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত: আসিফ নজরুল
রাজধানীতে পাইপলাইন লিকেজে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী