January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 20th, 2022, 8:45 pm

বরগুনায় নসিমন উল্টে নিহত ১, আহত ৩

বরগুনায় মালবাহী নছিমন উল্টে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলার সদর উপজেলার পাজরাভাঙা নামক স্থানে এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সেলিম ঘরামী (৪০) বরগুনা ৯নং এম বালিয়াতলী ইউনিয়নের মাদারতলী গ্রামের বেলায়েত ঘরামীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরগুনা পৌরশহর থেকে পাজরাভাঙা গ্রামের দিকে যাচ্ছিল মালবাহী নছিমন গাড়িটি। সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলো আকনের বাড়ির সামনের রাস্তার স্পীডব্রেকার থাকায় খেয়াল না করে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গাছের সঙ্গে আঘাত লেগে উল্টে গিয়ে পার্শ্ববর্তী মাঠে পড়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সেলিম ঘরামীকে মৃত ঘোষণা করেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বলেন,খবর পেয়ে বরগুনা জেনারেল হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় একজন নিহত হয়েছে।আরও তিনজন আহত রয়েছেন। নছিমনটির চালক পলাতক রয়েছে।

তিনি আরও বলেন,এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

—ইউএনবি