বরগুনায় পিকআপ ভ্যান চাপায় মা-ছেলে নিহত হয়েছেন। সোমবার সকাল পৌনে ৮টার দিকে আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী কালভার্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী নূরজাহান বেগম (৪০) ও তার ছেলে মো. রাকিব (১৬)।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান জানান, সোমবার সকালে মা নূরজাহান বেগম তার ছেলে রাকিবকে নিয়ে পায়ে হেটে একই সড়কের খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স সংলগ্ন এলাকার বাসিন্দা ভাই কুদ্দুস পাহলানের বাড়িতে যাচ্ছিলেন। এসময় আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী কালভার্ট এলাকায় পৌঁছলে একটি ট্রাক ও পিকআপ ভ্যান ওভারটেক করার সময় পিকআপ ভ্যানটি মা ও ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। এসময় ওই পিকআপ ভ্যানের চালক ও তার সহকারী গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভ্যানটি জব্দ করে এবং মা ও ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আমতলী থানায় নিয়ে আসে।
এ ঘটনায় আমতলী থানায় একটি মামলা রেকর্ডের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
—-ইউএনবি
আরও পড়ুন
ভূমিকম্পের ঝুঁকির মুখোমুখি বাংলাদেশ ঢাকা
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
বিমানবন্দরেই দেখা হচ্ছে মা-ছেলের