January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 26th, 2022, 8:29 pm

বরফ আবৃত ম্যামথের শাবক উদ্ধার কানাডায়

অনলাইন ডেস্ক :

কানাডার উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকা ইউকনে হিমায়িত অবস্থায় ম্যামথের মৃত শাবকের সন্ধান পাওয়া গেছে। উত্তর আমেরিকায় এ ধরনের আবিষ্কার এটিই প্রথম। হিমায়িত অবস্থায় পাওয়া ম্যামথের এ বাচ্চাটি অন্তত ৩০ হাজার বছর আগের বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ম্যামথ অনেকটাই হাতির মতো দেখতে হতো। এদের দাঁত লম্বা বাঁকানো এবং গায়ে বড় বড় লোম ছিল। ধারণা করা হয় বরফ যুগে পৃথিবীতে এদের বসবাস ছিল। গত মঙ্গলবার ইউকনের ক্লনডিকে এলাকায় কাজ করতে যাওয়া সোনার খনির শ্রমিকরা ম্যামথটির সন্ধান পান। ইউকন প্রশাসন ম্যামথটিকে ২০০৭ সালে সাইবেরিয়ায় খুঁজে পাওয়া আরেকটি বাচ্চা ম্যামথের সঙ্গে মিলিয়ে দেখেছেন। ইউকন প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, সাইবেরিয়ায় পাওয়া ম্যামথের বাচ্চার আকারের মতোই নতুন উদ্ধার হওয়া এই ম্যামথটি। তবে সাইবেরিয়ায় পাওয়া ম্যামথটি ৪২ হাজার বছর আগের। ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া ম্যামথটি নারী প্রজাতির। এর নাম রাখা হয়েছে নুন চো গা। এর অর্থ ‘বড় বাচ্চা প্রাণী।’ ইউকন প্যালিওন্টোলজিস্ট গ্রান্ট জাজুলা বলেন, ‘নুন চো গা দেখতে খুবই সুন্দর। এটি মমি হয়ে থাকা বরফ যুগের সময়কার প্রাণীগুলোর মধ্যে অন্যতম। ’ সূত্র: বিবিসি