December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 31st, 2022, 1:15 pm

বরিশালের সাবেক মেয়র বিএনপি নেতা কামাল মারা গেছেন

বরিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের সা‌বেক মেয়র বিএনপি নেতা আহসান হা‌বিব কামাল শ‌নিবার রাতে রাজধানীর একটি হাসাপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে কামাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন জানিয়েছেন

তিনি কিডনির জটিলতায় ভুগছিলেন বলে জানান স্বপন।

তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আহসান হাবিব কামালের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গভীর শোক প্রকাশ করেছেন।

আজ (রবিবার) কামালের মরদেহ বরিশাল নগরীর নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে।

দুপুর ২টার দিকে বরিশাল জিলা স্কুল প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আহসান হা‌বিব কামাল ব‌রিশাল মহানগর বিএন‌পির সা‌বেক সভাপ‌তি ও কেন্দ্রীয় বিএন‌পির সা‌বেক মৎস‌্যজীবী বিষয়ক সম্পাদক। এছাড়াও ব‌রিশাল পৌরসভার সা‌বেক চেয়ারম‌্যান ছি‌লেন তি‌নি।

—-ইউএনবি