Saturday, January 15th, 2022, 7:16 pm

বরিশালে অস্ত্রসহ ৪ যুবক গ্রেপ্তার

ব‌রিশা‌লের সরকা‌রি সৈয়দ হা‌তেম আলী ক‌লে‌জের আলমগীর ছাত্রাবাস থে‌কে দেশীয় অস্ত্রসহ চার ব‌হিরাগত যুবক‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। শুক্রবার রাতে তা‌দের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকরা হলেন রাফসান তালুকদার, আজাদ সরদার, ফুয়াদ আলম ও মুমতা‌হিন রহমান‌।

শ‌নিবার দুপু‌রে ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের মি‌ডিয়া সেল থে‌কে জানা‌নো হয়, গোপন সংবা‌দের ভি‌ত্তিতে কোতোয়ালি ম‌ডেল থানা পু‌লি‌শের এক‌টি টিম সৈয়দ হা‌তেম আলী ক‌লে‌জের আলমগীর ছাত্রাবা‌সে অভিযান প‌রিচালনা ক‌রে। এসময় ব‌্যাড‌মিন্টন ব‌্যা‌গে লু‌কি‌য়ে রাখা দু‌টি দেশীয় ধারা‌লো অস্ত্রসহ ব‌হিরাগত চারজন‌কে গ্রেপ্তার করা হয়।

আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি ম‌ডেল থানায় মামলা দা‌য়ের এবং আদাল‌তের মাধ্যমে জেল হাজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে বলে পু‌লি‌শ জানিয়েছে।

—ইউএনবি