January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 23rd, 2022, 7:36 pm

বরিশালে কী করছেন বুবলী?

অনলাইন ডেস্ক :

শাকিব-মোড়ক থেকে বেরিয়ে বুবলী ছুটছেন বাতাসের বেগে। ক্যারিয়ার উড়ছে আকাশের দিকে। প্রেক্ষাগৃহ হয়ে ওয়েব- সবখানে ভাঙছেন নিজেকে। পাচ্ছেন করতালি। সেই মাপে বেড়েছে শুটিং ব্যস্ততাও। ঢাকা, সাভার, নারায়ণগঞ্জ, কক্সবাজার- ভ্রমণ করছেন নিয়মিত। সেই সূত্রে এবার এই নায়িকাকে থামতে হচ্ছে বরিশালে। সেখানে থাকতে হচ্ছে টানা ১০ দিন। বুবলী জানান, ২০ মে থেকে বরিশালের বরগুনায় মহরতের মাধ্যমে শুরু হয়েছে ‘প্রেম পুরাণ’ নামে একটি ছবির শুটিং। চলবে আগামী ৩০ মে পর্যন্ত। ত্রিভুজ প্রেমের গল্পের এ সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন মাহমুদ হাসান শিকদার ও মাসুদ মহিউদ্দিন। এতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন জিয়াউল রোশান ও সাজ্জাদ। প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া জানায়, বরিশালে প্রথম লটের শুটিং চলছে। এরপর ঢাকায় ফিরবে টিম। এদিকে বুবলী অভিনীত ‘তালাশ’ ছবির ট্রেলার প্রকাশ হয়েছে সম্প্রতি। যা প্রশংসিত হয়েছে অন্তর্জালে। সৈকত নাসির পরিচালিত এই ছবিটি আগামী ১৭ জুন মুক্তি পাবে। অন্যদিকে গত ঈদে দেশের সর্বাধিক হলে মুক্তি পেয়েছে তার সর্বশেষ ছবি ‘বিদ্রোহী’।