January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 16th, 2023, 9:12 pm

বরিশালে ক্লাসরুমের পলেস্তারা খসে ২ কলেজছাত্রী আহত

বরিশাল সরকারি আলেকান্দা কলেজে ক্লাস চলাকালে পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। রবিবার সকাল এই ঘটনা ঘটে।

ছাত্র-শিক্ষক সূত্রে জানা গেছে, বরিশাল সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের অধীনে ছিল বরিশাল সরকারি কর্মাশিয়াল ইন্সটিটিউট। ১৯৬৪ সালে এই ইন্সটিটিউটের ভবন নির্মাণ করা হয়। দীর্ঘ বছর এই ইন্সটিটিউটটি কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে থাকার পর গত ২০১৬ সালে কলেজটি বরিশাল সরকারি আলেকান্দা কলেজে রূপান্তর করা হয়।

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই কলেজ ভবনটিও বেহালদশায় পরিণত হয়। প্রায়শই এই ভবনের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পরে। এমনকি বৃষ্টির দিনে ভবন থেকে পানি পড়ে। গত রবিবার সকাল ১০টা ২০ মিনিটে ভবনের ৩০৯ নম্বর রুমে গণিত ক্লাস শুরু হয়। এই ক্লাস চলাকালে পলেস্তার খসে পরে দুই ছাত্রী আহত হয়। এসময় কলেজে হৈ হুল্লোর শুরু হয়।

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সহযোগী অধ্যাপক (অর্থনীতি) সোহরাব হোসাইন বলেন, ‘ভবনটি অনেক দিনের পুরাতন। খুবই খারাপ অবস্থা। প্রায় সময় পলেস্তারা খসে পরে। তবে আগে কারও শরীরে পরেনি। এবারই এক ছাত্রীর শরীরে পড়েছে। তবে ওই ছাত্রী তেমন গুরুতর আহত হয়নি। ঘটনাস্থল আমি ও শিক্ষক পরিষদের সম্পাদক দেখেছি। এই ভবন ভেঙ্গে এখন নতুন ভবন করা দরকার। না হলে এমন ঘটনা আবারো ঘটতে পারে।’

—-ইউএনবি