May 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 5th, 2025, 6:29 pm

বরিশালে মুফতি ফয়জুল করীমের মেয়র ঘোষণার আবেদন খারিজ

মাসুদ রানা, বরিশাল প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বরিশালের নির্বাচনী ট্রাইব্যুনালে মেয়র ঘোষণার আবেদন খারিজ করেছেন আদালত।

সোমবার (৫ মে) দুপুর সাড়ে ১২টায় নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও বরিশাল সদর সিনিয়র সহকারী জজ মো. হাসিবুল হাসান এ আদেশ দেন। ফয়জুল করীমের আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির জানান, ঘটনার পর বহুদিন অতিবাহিত হওয়ায় মামালাটি গ্রহণের পর্যায়ে না থাকাসহ বিভিন্ন কারণ দেখিয়ে আদালত আবেদন খারিজ করেছেন। তবে এ বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ককে এম শরীয়াতুল্লাহ বলেন, ন্যায় বিচার পেতে এ বিষয়ে শিগগিরই উ”চ আদালতের দারস্ত হবো।

প্রকাশ থাকে, ২০২৩ সালের বরিশাল সিটি নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীম প্রকৃত বিজয়ী হলেও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ও প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় নির্বাচনকে প্রভাবিত করে তাঁকে পরাজিত ঘোষণা করা হয় অভিযোগ এনে ওই নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে গেল ১৭ এপ্রিল বরিশাল সদর সিটি নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলা করেন ফয়জুল করীম। সেখানে আরো উল্লেখ করা হয় ওই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করেন। এতে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে বিজয়ী ঘোষনা করা হয়। অন্যদিকে ৩৩ হাজার ৮২৮ ভোট দেখিয়ে ফয়জুল করীমকে পরাজিত ঘোষণা করা হয়। মামলায় তিনি ২০২৩ সালের সিটি নির্বাচনের ফলাফল বাতিল করে তাঁকে বিজয়ী ঘোষণা করার আবেদন জানান।