December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 14th, 2023, 7:15 pm

বরিশালে ‘রাজনৈতিক কর্মসূচিতে’ না আসায় ছাত্রলীগ কর্মীদের হাতে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের আবাসিক হলের অন্তত ১৫ শিক্ষার্থীকে বাংলাদেশ ছাত্রলীগের কলেজ শাখার নেতা-কর্মীরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৩ নভেম্বর) রাত ৮টার দিকে বরিশাল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় ক্যাম্পাসের বয়েজ হলে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলেন- তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতিক শাহরিয়ার (২৪), দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী স্বপ্নীল ও আশিকুজ্জামান সজীব।

শিক্ষার্থীরা জানান, রবিবার রাতে ছাত্রলীগ নেতারা সোমবারের অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার দাবি জানান।

সোমবার রাত ৮টার দিকে নিজেকে ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র সাকিব ভূঁইয়ার নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন ওই কর্মসূচিতে অংশ না নেওয়া ১৫ শিক্ষার্থীর ওপর হামলা ও মারধর করে।

বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

অভিযোগ অস্বীকার করে সাকিব দাবি করেন, ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের প্রস্তুতি চলছে। বিএনপি, জামায়াতের অনুসারীরা ম্যুরাল ভাংচুরের চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীরা তাদের বাধা দেয়, ফলে সংঘর্ষ হয়।

কলেজের সহকারী অধ্যাপক লিটন রাব্বানী বলেন, বর্তমানে আমরা শিক্ষার্থীদের চিকিৎসার দিকে নজর দিচ্ছি।

—-ইউএনবি