বরিশাল প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই আ’লীগ নেতা কাজি কামালের ভুমি দখল ও সন্ত্রাসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগি পরিবার। শনিবার সকাল ১১ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে বরিশাল চকবাজার বিউটি রোডের বাসিন্দা আশিক চৌধুরি অভিযোগ করে সাংবাদিকদের জানান, বাণিজ্যিক এলাকা বরিশাল চকবাজার রোড’ বিউটি সিনেমা হলসহ পার্শ্ববর্তী অংশ মিলিয়ে মোট ৫৩.৭০ শতাংশ জমির রেকর্ডীয় মালিক আমি আমার মা ও বোন। জমির মুল্য হবে প্রায় শত কোটি টাকা। লোভনীয় এই সম্পত্তি দখলে নিতে এই জমির অনুক‚লে খুলনা ইসলামকাঠি থেকে জালিয়াতি পূর্বক তিনটি জাল দলিল তৈরি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার (মামাতো ভাইয়ের শ্যালক) বেয়াই মো. মফিজুল ইসলাম ওরফে কাজী কামাল নিজেকে জমির মালিকানা দেখান। একইসাথে ক্ষমতার অপব্যবহার করে বরিশাল সদর তহশিল অফিস ও এসিল্যান্ড অফিসের রেকর্ড বুক থেকে ১৭ নং খতিয়ান পৃষ্ঠাটি উদাও করে ফেলেন। অন্যদিকে ঘটনার শুরুতে আমার পিতা ও আমাকেও জিম্মি করে ১০০ টাকার ৩টি স্টাম্পে ১২ কোটি টাকা আমি নিয়েছি এই মর্মে লিখিত চুক্তিপত্রে স্বাক্ষর করতে বলেন কাজী কামাল। অথচ একটাকাও আমাকে দেয়নি। তার কথা মত ষ্ট্যম্পে সাক্ষর না করায় শুরু হয় জুলুম অত্যাচার। ভুক্তভোগি আশিক চৌধুরী আরো বলেন, কাজী কামাল ও তার নেতৃত্বে থাকা কয়েকজন বাদী বানিয়ে আমাকে ও আমার স্ত্রী সহ পরিবারের সদস্যদের আসামি করে ২৪ মামলা করেছে ।
আমাকে গুম করার চেষ্টা করা হয়েছে। এমনকি আমার স্ত্রীকে হত্যা চেষ্টা করেছে। প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে যে সব মামলা দায়ের করেছে, সেই সব মামলার বাদি ভিন্ন ভিন্ন হলেও মামলাগুলোর সাক্ষী একই ব্যক্তিরা এবং একমাত্র আইনজীবী হলেন মেহেদী হাসান। এতে স্পষ্ট করে বোঝা যায় আমার প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এক আইনজীবী দিয়েই একের পর এক মামলা দায়ের করিয়েছেন। উপ¯ি’ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে হামলা মামলার কাগজপত্র সহ জাল দলিলের তথ্য প্রমাণ তুলে ধরেন আশিক চৌধুরি। উক্ত জমি নিয়ে আদালতে নিষেধাজ্ঞা ছিল, কিš‘ স¤প্রতি আদালত আমার পক্ষে রায় দেয়। এর পরিপ্রেক্ষিতে আমি চলতি মাসের ৯ মে চকবাজার বিউটি রোড¯’ আমার জমিতে কার্যক্রম শুরু করেছি। তবে ১০ মে সকালে কাজি কামালের দোষর আবুল হাসান কুদ্দুসসহ কয়েক জন কার্যক্রমে ফের বাধা দেয়। এদিকে কাজি কামাল অন্য মামলায় জেলে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আরও পড়ুন
শেরপুরের সীমান্তে ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার
চট্টগ্রাম বন্দর হস্তান্তরের বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার মানবন্ধন
বিচার চাইতে গিয়ে চাঁদাবাজির মামলার আসামী হলেন বিএনপি নেতা: স্বাক্ষী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক