বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় দু’জন নিহত ও দু’জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। রবিবার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলা মানিককাডি এলাকার ভ্যানের যাত্রী ফজলুল হক (৬৩) ও সুমি আক্তার (৪০)।
বরিশাল এয়ারপোর্ট থানার পরিদর্শক আমানউল্লাহ আল বারী বলেন, বেলা পৌনে ১২টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসটি ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হয় এবং অপর দু’জন আহত হয়।
আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। আধা ঘণ্টা পর পুলিশের আশ্বাসে সরে যায় তারা।
বাসটি জব্দ করা হলেও বাসের চালক ও হেলপার পালিয়েছে গেছে বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
—ইউএনবি
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও