January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 21st, 2022, 8:44 pm

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১২

বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বা‌সের ধাক্কায় মাইক্রোবাসের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সা‌ড়ে ১২টার দিকে ঢাকা-ব‌রিশাল মহাসড়‌কের উপজেলার নতুন শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-রুহুল আমিন, আবদুর রহমান, মো. হাসান ও নুরুল আমিন। তারা সবাই গাজীপু‌রের কোনাবা‌ড়ি এলাকার বা‌সিন্দা।
গৌরনদী হাইওয়ে থানার সা‌র্জেন্ট মাহাবুব ইসলাম ব‌লেন, ঢাকা থে‌কে ব‌রিশা‌লগামী যাত্রীবা‌হী মাই‌ক্রোবাসটি শিকারপুর এলাকায় পৌঁছালে এর পেছনের চাকা পাংচার হয়ে যায়ে। এতে এটি মহাসড়কের মাঝেই থেমে যায়। এ সময় পটুয়াখালী থে‌কে ছেড়ে আসা ঢাকাগামী মোল্লাহ ট্রাভেলসের এক‌টি যাত্রীবাহী বাস মাই‌ক্রোবাসে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন এবং উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়ার পরে আরও তিনজন মারা যান।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। উভয় গা‌ড়ির ১২ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বা‌সের চালক বা সহযোগী কাউকেই আটক করা যায়‌নি। ত‌বে বাস ও মাই‌ক্রোবাস দু‌টি পু‌লিশ হেফাজ‌তে র‌য়ে‌ছে বলে জানিয়েছেন মাহাবুব।

—ইউএনবি