September 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 15th, 2025, 6:11 pm

বর্ণিল আয়োজনে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি:

বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির নবাগত ছাত্র-ছাত্রীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরন ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত। সোমবার(১৫ সেপ্টেম্বর)সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ। ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরন অনুষ্ঠানে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ.ন.ম আঃ হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মেহেরুন্নেছা শিরিন। সহকারী অধ্যাপক মোঃ শাহ ই আলম জহির ও সহকারী অধ্যাপক এজাজ হাসানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য এ্যাডভোকেট এস.এম সফিউল্লাহ,চাঁদপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুল আলম ফকির,প্রতিষ্ঠাতা সদস্য এ.কে.এম.মিজানুর রহমান,গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য এ্যাডভোকেট মিজানুর রহমান শামীম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহে আলম,এ্যাডভোকেট জিয়াউল হক সুমন, অভিভাবক সদস্য হারুন অর রশিদ, মোঃ এনায়েত আলী সিকদার, মোঃ আজিজুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আসিফ সিকদার প্রমুখ। বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ.ন.ম আঃ হালিম নবীনদের উদ্দেশে বলেন, বাবুগঞ্জ ডিগ্রি কলেজে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। যারা ধৈর্য ধরে, অনেক সময় নিয়ে কাজ করে তারা অনেক বড় হয় জীবনে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা এখান থেকে জীবন গড়ো। মা-বাবা সবসময় সন্তানের মঙ্গল কামনা করে। তেমনি আমরাও তোমাদের মঙ্গল কামনা করি। তোমরা এখানে পড়ে ভালো মানুষ হও, পরিবার ও সমাজের কাজে লাগো, দেশের কাজে লাগো— এটুকুই কামনা। একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রী ছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মকর্তা, কর্মচারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।