টাঙ্গাইল প্রতিনিধি
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও লতিফ সিদ্দিকীর ছোট ভাই বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ঢাকা রিপোটার্স ইউনিটি থেকে আটককৃতদের মুক্তি দাবি ও নিন্দা জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলে নিজ বাস ভবনে সাংবাদিক সম্মেলনে কাদের সিদ্দিকী এ দাবি জানান।
এসময় কাদের সিদ্দিকী বলেন, ঢাকা রিপোটার্স ইউনিটিতে মঞ্চ ৭১ একটি সভার আয়োজন করেছিল। সেখানে আব্দুল লতিফ সিদ্দিকী গিয়েছিলেন। সভায় ড. কামাল হোসেন ও জেড আই পান্নাসহ আরো অনেকে আমন্ত্রিত ছিলেন। প্রায় একশ’ মব সেখানে গিয়ে অনুষ্ঠান বানচাল করে দিয়েছে। কোন গনতান্ত্রিক দেশে কারো সভা সমাবেশ বানচাল করা সাংবিধানিক বা আইনানুগ সুযোগ নেই। তাদেরকে এখনো ডিবি অফিসে রাখা হয়েছে। এটি আমি দেশবাসীকে এবং আন্তর্জাতিক দুনিয়াকে জানাতে চাই।
কাদের সিদ্দিকী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয় আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি। এবং সেই বিজয়ের সফলতা আমি সবসময়ই কামনা করি। কিন্তু সেই বিজয়ের বীরদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। আমি ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে। কিন্তু এক বছরে তাদের বিজয় ধ্বংসের দিকে চলে যাবে আমি তা আশা করিনি। এ সরকার এখন আওয়ামী স্বৈরাচার ও আওয়ামী স্বৈরাচারী দোসরদের চেয়েও বড় স্বৈরাচার বলে কাদের সিদ্দিকী মন্তব্য করেন।
মোস্তফা কামাল নান্নু
টাঙ্গাইল।
আরও পড়ুন
সোনাইমুড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
কুলাউড়ায় সভাপতির পদত্যাগ নিয়ে চা-শ্রমিকদের উত্তেজনা!
নাসিরনগরে ৭৩ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান