April 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, April 12th, 2025, 12:16 am

বর্ষসেরা ক্রীড়াবিদ মিরাজ

 

দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের সংগঠনের (বিএসপিএ) বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন তিনি। সঙ্গে বর্ষসেরা ক্রিকেটারও হয়েছেন তিনি।

২০২৪ সাল দুর্দান্ত কেটেছে মিরাজের।

দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের সংগঠনের (বিএসপিএ) বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন তিনি। সঙ্গে বর্ষসেরা ক্রিকেটারও হয়েছেন তিনি।

ব্যাট হাতে হাজারেরও বেশি রানের সঙ্গে উইকেট নিয়েছেন ৪০টি। তারই স্বীকৃতি জুটেছে। সেরা হতে পেছনে ফেলেছেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও আর্চার সাগর ইসলামকে। পুরস্কার পেয়ে খুশি মিরাজ বলেছেন, ‘বিএসপিএকে ধন্যবাদ প্রতি বছর এই আয়োজনের জন্য।

এই অনুষ্ঠান প্রতিটি অ্যাথলেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে এসে হকি, ফুটবলসহ প্রতিটি ক্ষেত্রের খেলোয়াড়দের সঙ্গে দেখা হয়, কথা হয়। এটা খুবই ভালো লাগে।’

দর্শক-সমর্থকদের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছেন জাতীয় নারী ফুটবল দলের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা।

সঙ্গে বর্ষসেরা ফুটবলারও হয়েছেন ঋতুপর্ণা। উদীয়মান ক্রীড়াবিদের ‍পুরস্কার জিতেছেন পেসার নাহিদ রানা। সবমিলিয়ে ১৫ ক্যাটাগরিতে পুরস্কার দিয়েছে বিএসপিএ।

পুরস্কার বিজয়ীদের তালিকা-

স্পোর্টস পারসন অব দা ইয়ার: চ্যাম্পিয়ন- মেহেদী হাসান মিরাজ

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড- ঋতুপর্ণা চাকমা (ফুটবল)।

বর্ষসেরা ক্রিকেটার- মেহেদী হাসান মিরাজ।

বর্ষসেরা ফুটবলার- ঋতু পর্ণা চাকমা।

বর্ষসেরা আর্চার- সাগর ইসলাম।

বর্ষসেরা অ্যাথলেট (ট্র্যাক অ্যান্ড ফিল্ড)- জহির রায়হান।

উদীয়মান ক্রীড়াবিদ- নাহিদ রানা (ক্রিকেট)।

বর্ষসেরা দাবাড়ু- মনন রেজা নীড়।

বর্ষসেরা দলগত সাফল্য- জুনিয়র বিশ্বকাপে সুযোগ পাওয়া অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল।

সক্রিয় সংস্থা- যশোর শামস-উল-হুদা অ্যাকাডেমি।

বর্ষসেরা কোচ- মওদুদুর রহমান শুভ (হকি)।

তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব- বীরসেন চাকমা (ফুটবল সংগঠক, রাঙামাটি)।

বর্ষসেরা সংগঠক- মো. ইমরুল হাসান (সভাপতি বসুন্ধরা কিংস)।

বর্ষসেরা আম্পায়ার- শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

বিশেষ সম্মাননা- হামিদুল ইসলাম।