অনলাইন ডেস্ক :
এবার অন্যের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন অনন্ত জলিল। ছবিটির প্রযোজনা করবেন শাকিব খানের এক সময়ের ঘনিষ্ঠ প্রযোজক ইকবাল। অনন্ত জলিলের সঙ্গে নায়িকা হিসেবে বর্ষা-ই থাকছেন। ছবির নাম ‘কিল হিম’। ছবিটি পরিচালনাও করছেন মোহাম্মদ ইকবাল। বড় আয়োজনের একটি মহরতের মধ্যে দিয়ে ছবিটির বিস্তারিত জানানো হবে ৩ সেপ্টেম্বর। এ ছবিতে আরও থাকছেন কলকাতার অভিনেতা রাহুল ও বাংলাদেশের মিশা সওদাগর। জানা গেছে, বড় আয়োজনের একটি ছবি হতে যাচ্ছে ‘কিল হিম’। অনন্ত, বর্ষা, মিশা সওদাগর, রাহুল ছাড়াও অনেক চমক থাকছে। বিষয়টি নিশ্চিত হওয়া গেছে অনন্ত জলিলের ঘনিষ্ঠ সূত্র থেকেও। এদিকে বিবৃতিতে অনন্ত জলিল বলেন, নিজের প্রযোজনায় আর সিনেমা বানাব না। আমার মনে হয় ওঁরা (ইন্ডাস্ট্রির অনেকে) আমাকে আলাদাভাবে দেখেন। তারা মনে করেন আমি ইন্ডাস্ট্রির কেউ না। কিন্তু আমি কখনও মনে করিনি। অনন্ত জলিল আরও বলেন, চলচ্চিত্রের পাশে আমি যেভাবে ছিলাম, সেভাবে আর পাবে না আমাকে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি বাইরের সিনেমা করব। আমার ব্যানারের বাইরের সিনেমা করব। ইন্ডাস্ট্রির সিনেমা করব। প্রযোজনা করব না, শুধু অভিনয় করব। যেটা আমি কখনোই করতে চাইনি। আরো জানা গেছে, এ ছবির টানা শুটিং করবেন অনন্ত-বর্ষা। পুরোপুরি অ্যাকশন ঘরানার ছবি হতে যাচ্ছে ‘কিল হিম’। আগামী রোজার ঈদে ম্মুক্তি পাবে ছবিটি।
আরও পড়ুন
‘আপনাদের মন বলতে কিছু নেই’
প্রতিবছরই এভাবেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান: তমালিকা
‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী