অনলাইন ডেস্ক :
বলিউডের বাঙালি চলচ্চিত্র পরিচালক প্রদীপ সরকার মারা গেছেন। শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে মুম্বাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৭ বছর। বলিউডের আরেক পরিচালক হনসল মেহতা টুইটারে এক পোস্টে প্রদীপ সরকারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। প্রদীপ সরকার দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। ডায়ালিসিসও চলছিল। রক্তে সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্য নিয়েও সমস্যা হচ্ছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৪টায় সান্তাক্রুজে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ২০০৫ সালে সাইফ আলি খান, বিদ্যা বালান এবং সঞ্জয় দত্ত অভিনীত ‘পরিণীতা’ সিনেমার মাধ্যমে বলিউডে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ প্রদীপ সরকারের। এর আগে তিনি বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। প্রথম ছবি ‘পরিণীতা’ ব্যবসা সফল হলে দুই বছর পরই ২০০৭ সালে ‘লাগা চুনেরি মে দাগ’ ছবি নির্মাণ করেন প্রদীপ সরকার। রানি মুখার্জি, জয়া বচ্চন ও কঙ্গনা সেনশর্মা অভিনীত এ ছবিটি দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। এরপর একে একে ‘লাফাংগে পরিন্দে’ (২০১০) ও ‘মর্দানি’ (২০১৪) ছবি তৈরি করেন প্রদীপ সরকার। তার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমেছে।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত