October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 9th, 2025, 7:04 pm

বলিউডের রানির সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

 

গতকাল বুধবার ভারত সফরে এসে মুম্বাইয়ের যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ) স্টুডিও পরিদর্শন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।

এ সময় তিনি বলিউড তারকা রানি মুখার্জিসহ যশ রাজ পরিবারের অন্যান্য সদস্য ও কয়েকজন সেলিব্রিটির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সফরের এক পর্যায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যশ রাজ ফিল্মস যৌথ উদ্যোগে আগামী বছর ব্রিটেনে তিনটি নতুন ছবির শুটিং শুরু করার ঘোষণা দেন। এই প্রকল্পের মাধ্যমে ব্রিটেনে প্রায় ৩ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী স্টারমার বলেন, “বলিউড আবার ব্রিটেনে ফিরছে। এটি শুধুমাত্র চলচ্চিত্র শিল্পের জন্য নয়, দুই দেশের জনগণের জন্যও গুরুত্বপূর্ণ। এটি নতুন কর্মসংস্থান, বিনিয়োগ এবং সুযোগের দ্বার খুলবে। এই উদ্যোগ ভারতের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক আরও মজবুত করবে।”

যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানি বলেন, “ব্রিটেন আমাদের জন্য সবসময়ই বিশেষ। আমাদের আইকনিক ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ (ডিডিএলজে)-এর শুটিংও সেখানে হয়েছিল। প্রধানমন্ত্রী স্টারমারের স্টুডিও পরিদর্শন ও চুক্তি স্বাক্ষর আমাদের জন্য বড় সম্মানের।”

তিনি আরও জানান, ডিডিএলজে-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে ব্রিটেনে বিশেষ আয়োজন করা হবে। এছাড়া ওয়াইআরএফ বর্তমানে ‘Come Fall in Love’ নামে ডিডিএলজে-প্রাণিত একটি ইংরেজি মিউজিক্যাল প্রযোজনার কাজ করছে ব্রিটেনে।

এনএনবাংলা/