অনলাইন ডেস্ক :
তেলেগু সুপারস্টার মহেশ বাবু ভারতের অন্যতম সফল পরিচালক এস এস রাজামৌলির পরবর্তী সিনেমায় প্রধান চরিত্রে অন্তর্ভূক্ত হয়েছেন। শুধু দক্ষিণ ভারতীয় নয়, গোটা বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে এটি, এমনটাই জানা গেছে। সাম্প্রতিক একটি অনুষ্ঠানে পরিচালক রাজামৌলি প্রকাশ করেছেন, একটি বিশ্বব্যাপী অ্যাকশন অ্যাডভেঞ্চার সিনেমা নির্মিত করতে যাচ্ছেন তিনি মহেশ বাবুকে নিয়ে। তবে একটি নতুন গুঞ্জন শোনা যাচ্ছে যে, মহেশ বাবু এবং এস এস রাজামৌলির উচ্চাভিলাষী এই সিনেমাটির একটি অংশ হতে যাচ্ছেন হলিউড তারকা ক্রিস হেমসওয়ার্থ। সম্প্রতি ভারতে বেশ কিছু প্রতিবেদনে এই বিষয়টি ওঠে এসেছে। ‘থর’ খ্যাত ক্রিস হেমসওয়ার্থসহ আরো বেশ কয়েকজন হলিউড তারকাকে সিনেমাটিতে দেখা যেতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরিচালক এস এস রাজামৌলি সম্প্রতি হলিউডের শীর্ষস্থানীয় প্রতিভা সংস্থা সিএএ (ক্রিয়েটিভ আর্টিস্ট এজেন্সি) এর সঙ্গে সাইন আপ করার পরে এই গুজব শুরু হয়েছে। তবে নির্মাতারা এখনো পর্যন্ত ক্রিস হেমসওয়ার্থের অন্তর্ভুক্তির বিষয়ে চুপচাপ রয়েছেন। সম্প্রতি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন এসএস রাজামৌলি। সেখানেই তাঁর পরবর্তী পরিচালনা সম্পর্কে কথা বলেছেন খ্যাতিমান এই নির্মাতা। তিনি জানিয়েছেন, শিরোনামহীন আসন্ন সিনেমাটি জেমস বন্ড বা ইন্ডিয়ানা জোনসের মতো অ্যাকশন অ্যাডভেঞ্চার হতে চলেছে। তবে ভারতীয় সংস্কৃতিতে সিনেমাটি তৈরি হবে। তেলেগু সুপারস্টার মহেশ বাবু এখন তার ২৮তম সিনেমা নিয়ে ব্যস্ত। হিটমেকার পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাসের সাথে এটি মহেশের তৃতীয় সিনেমা। এতে মহেশের সঙ্গে মহিলা প্রধান চরিত্রে অভিনয় করছেন পূজা হেগডে। ২০২৩ সালের মকর সংক্রান্তিতে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : পিঙ্ক ভিলা
আরও পড়ুন
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’
প্রতিবছরই এভাবেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান: তমালিকা