অনলাইন ডেস্ক :
বলিউডের বর্ষিয়ান অভিনেতা অনুপম শ্যাম মারা গেছেন। রোববার রাত ৮টার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। তার পরিবারের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন অনুপম শ্যাম। ডায়ালিসিসও চলছিল তার। তবে বিপুল পরিমাণ খরচ সামলাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। এমন পরিস্থিতিতেই গত চার দিন আগে হাসপাতালে ভর্তি হন এ অভিনেতা। অনুপম শ্যাম মূলত ভারতীয় টেলিভিশনে কাজ করে পরিচিতি পান। ‘মন কি আওয়াজ’ কাজের জন্য সর্বাধিক পরিচিত লাভ করেন। তবে ক্যারিয়ারে তিনি বেশ কিছু কালজয়ী সিনেমাতেও অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছে অস্কারজয়ী ‘স্লামডগ মিলিয়নিয়ার’, ‘লাগান’, ‘শ্যাম দস্তক’, ‘নায়ক’, ‘শক্তি’ ইত্যাদি। তাকে বেশিরভাগ সিনেমায় খল চরিত্রে দেখা গিয়েছে।
আরও পড়ুন
বছরের শেষ পুরস্কার উঠলো যাদের হাতে
সৎ থাকুন, সময় পরিবর্তন হবে : তানজিন তিশা
ফিরে দেখা ২০২৪, হলিউডের যে ১০ সিনেমা গড়েছে আয়ের রেকর্ড