August 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 16th, 2025, 7:23 pm

বসুন্ধরা আবাসিকে নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে ৩ লাশ উদ্ধার

 

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়াও গুরুতর অসুস্থ অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বেলা ১টা থেকে দেড়টার মধ্যে এই তিনজনের লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লকের ১৪ নম্বর সড়কের ৪০৪ নম্বর প্লটে ভবন নির্মাণের কাজ চলছে। সকালে চারজন শ্রমিক ওই ভবনের নিচতলায় পানির ট্যাংকের ভেতরে নামেন। ছাদের তলদেশের কাঠ ও বাঁশের খুটি খুলছিলেন তারা। পরে তারা বের না হওয়ায় অন্য শ্রমিকরা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জাতীয় জরুরি সেবা- ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানানো হয়।

ভাটারা থানার ওসি রাকিবুল হাসান বলেন, ৯৯৯- এর মাধ্যমে সংবাদ পেয়ে সকাল সাড়ে ১১টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তিনজন পানির ট্যাংকের মধ্যে মারা গেছেন এবং একজন অসুস্থ অবস্থায় পড়ে আছেন। তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। অসুস্থ ফরিদুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও বলেন, পানির ট্যাংকের মধ্যে বিদ্যুতায়িত হয়ে ছিল। ফলে তারা কাজ করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতেই তিনজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

এনএনবাংলা/আরএম