November 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 6th, 2025, 12:42 am

বসুন্ধরা কিংস-মোহামেডানের পর ফিফার নিষেধাজ্ঞায় আবাহনী

 

বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী লিমিটেডের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা। বসুন্ধরা কিংস ও মোহামেডানের পর এবার ফিফার শাস্তির খড়গ পড়ল দেশের অন্যতম সফল এই ক্লাবটির ওপর।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আবাহনীর খেলোয়াড় নিবন্ধনে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে এক বিদেশি ফুটবলারের বকেয়া পাওনা সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে।

সূত্র জানায়, গত বছর ৫ আগস্টের আগে আবাহনী তিনজন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। কিন্তু পরবর্তীতে রাজনৈতিক অস্থিরতা ও ক্লাব কার্যক্রমে ক্ষতির অজুহাতে ক্লাবটি একতরফাভাবে চুক্তি বাতিল করে।

সে খেলোয়াড়দের একজন পরে ফিফায় অভিযোগ জানান। তার দাবি, বকেয়া পাওনা ৬০ হাজার ডলারেরও বেশি। তদন্ত শেষে ফিফা জানায়, খেলোয়াড়ের সঙ্গে চুক্তি বাতিলের ক্ষেত্রে দুই পক্ষের সম্মতি আবশ্যক। আবাহনী একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ায় সেটি ‘চুক্তি ভঙ্গ’ হিসেবে গণ্য হয়।

এর ফলেই নতুন খেলোয়াড় নিবন্ধনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ক্লাবটির বিরুদ্ধে।

একসময়ের ঘরোয়া ফুটবলে আধিপত্য বিস্তারকারী এই ঐতিহ্যবাহী ক্লাবের ওপর ফিফার শাস্তি বাংলাদেশ ফুটবলের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এনএনবাংলা/