March 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 16th, 2025, 1:26 pm

বসুন্ধরা টয়লেট্রিজে ৪০ শতাংশ ছাড়

পবিত্র রমজান উপলক্ষে বসুন্ধরা টয়লেট্রিজে চলছে বিশেষ মেলা। বসুন্ধরা টয়লেট্রিজের উদ্বোধনী অফার হিসেবে সব পণ্যের ওপর থাকছে ৪০ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্য ছাড়। গ্রাহকরা প্রতি শুক্রবার মসজিদ এবং বাজার এলাকায় চলমান বিশেষ মেলা থেকে এই ছাড়ের সুবিধা নিতে পারবেন। রমজান মাসজুড়েই প্রয়োজনীয় টয়লেট্রিজ পণ্যের ওপর থাকছে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়। চলমান মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে পবিত্র এই মাসে সবার হাইজিন সুরক্ষার কথা চিন্তা করেই বসুন্ধরা টয়লেট্রিজের এই বিশেষ উদ্যোগ। গ্রাহকরা এ সময় নিত্যপ্রয়োজনীয় টয়লেট্রিজ পণ্যগুলো ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ে সংগ্রহ করতে পারবেন। যা তাদের দৈনন্দিন ব্যবহারের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে বলে বসুন্ধরা টয়লেট্রিজ কর্তৃপক্ষ আশাবাদী। বসুন্ধরা টয়লেট্রিজের এই উদ্যোগে আশানুরূপ সাড়া মিলেছে। গত জুমার নামাজের পর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ডি ব্লক মসজিদের সামনে বিক্রয় কেন্দ্রে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ক্রেতারা জানান, ৪০ শতাংশ ছাড় দেওয়ায় দাম অনেক কমেছে। তাই প্রয়োজনীয় পণ্য কিনছেন সবাই।