October 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 23rd, 2025, 6:10 pm

বসুরহাট পৌরসভায় ডেঙ্গুমুক্ত অভিযানে ব্র্যাক

কোম্পানীগঞ্জ( নোয়াখালী)  প্রতিনিধি:

মশাবাহিত রোগ (ডেঙ্গু মুক্ত)প্রতিরোধে ও মশার উৎপত্তিস্থল দূরীকরণ এবং পরিচ্ছন্নতা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বসুরহাট পৌরসভায় নাগরিক সেবায় এগিয়ে এলো বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

২৩সেপ্টম্বর  (মঙ্গলবার ) কেম্পানীগঞ্জ সরকারি কলেজ (মুজিব কলেজ)ক্যম্পাসসহ  দ্বিতীয় দিনের মতো বিশেষ ক্লিনিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এ কার্যক্রমের আওতায় কলেজ ক্যাম্পাস ছাড়াও বসুরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের বিভিন্ন বাসাবাড়ির আশপাশ ও ড্রেনসমূহ পরিষ্কার করা হয়।

এছাড়াও সকাল ৯টা  থেকে দুপুর ১টা পর্যন্ত বাসা বাড়ীর  সামনে  পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানসহ সিএনজি যোগে তিনটি  (৩) মাইক লাগিয়ে সচেতনা মূলক ক্যাম্পেইন ক্লিনিং প্রচার (মাইকিং)  করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা ব্র্যাক সমন্বয়ক মো: নুরুজ্জামান,  ব্র্যাক যক্ষ্মা নিয়ন্ত্রন কর্মসূচী  (টিবি) অফিসার সনাতন তালুকদার,ব্র্যাক জলবায়ু পরিবর্তন  ও স্বাস্থ্য প্রকল্পের (সিসিএইচ) অফিসার সাদিয়া সুলতানা,

ব্র্যাক প্রবাস বন্ধু ফোরাম – ২ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি, সাংবাদিক এএইচএম মান্নান মুন্না,সহ সভাপতি মোহাম্মদ বেলায়েত হেসেন, ব্র্যাক  যক্ষ্মা নিয়ন্ত্রন কর্মসূচী  (টিবি)ফিল্ড অর্গানাইজার  প্রোগ্রামার আব্দুল জলিল, ব্র্যাক যক্ষ্মা নিয়ন্ত্রন কর্মসূচী (টিবি)ফিল্ড অর্গানাইজার কামরুল হাসান মোর্শেদ, বসুরহাট পৌরসভা কনভারজেন্সি ইন্সপেক্টর লিটন চন্দ্র মজুমদার সহ অন্যান্য  নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, বসুরহাট পৌরসভাতে মশা ও ডেঙ্গুমুক্ত রাখতে হলে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। প্রত্যেকের নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, টায়ার, পরিত্যক্ত পাত্র, এমনকি এসির জলীয় অংশেও যদি জল জমে থাকে, তাহলে সেখানে মশার লার্ভা জন্ম নিতে পারে। তাই নিয়মিতভাবে এই স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরী।

নেতৃবৃন্দ আরো বলেন, ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প মাঠ পর্যায়ে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া সহ মোট ১২টি মশাবাহিত ও জলবাহিত রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এই প্রকল্পের আওতায় জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম যেমন উঠান বৈঠক, মাইকিং, কমিউনিটি ক্লিনিক মিটিং এবং ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন করা হয়েছে। এর মাধ্যমে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জসহ প্রত্যেক  উপজেলায় কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য : ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিলো মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং মশার উপদ্রব হ্রাস করা।