October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 28th, 2023, 8:34 pm

বাংলাদেশকে কোনো হকি টার্ফ দিচ্ছে না তৈয়ব ইকরাম

অনলাইন ডেস্ক :

আন্তর্জাতিক হকি ফেডারেশনের (আইএইচএফ) সভাপতি তৈয়ব ইকরাম। শীর্ষ পদে বসায় বাংলাদেশের জন্য দুয়ার খুলে যাওয়ার কথা। কারণ তৈয়ব ইকরাম বাংলাদেশের হকি অঙ্গনের খুবই পরিচিত এবং হকির খুব কাছের মানুষ। বাংলাদেশের হকিতে সাংগঠনিকভাবে সব সময় তৈয়ব ইকরাম পাশে ছিলেন। এশিয়া কাপ হকির আয়োজন করতে গিয়ে অনেক সংকট ছিল। সমস্যার মধ্যেও এশিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্ট এশিয়া কাপ হকি আয়োজন করেছিল ঢাকায়। এর পেছনের বড় ভূমিকা তৈয়ব ইকরামের। সেই মানুষটি যখন হকির সবচেয়ে বড় পদে বসেছেন তখন বাংলাদেশের প্রতি তার হাত আরো প্রসারিত হওয়ার কথা। সেটি হয়নি, হয়েছে উলটো। আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি তৈয়ব ইকরাম বাংলদেশকে কোনো হকি টার্ফ দিতে রাজি না। আইএইচএফ অনেক দেশকে টার্ফ দিচ্ছে। কিন্তু সেই তালিকায় বাংলাদেশ নেই।

এমনটাই জানা গেছে ওমানের জুনিয়র এশিয়া কাপ হকি কাভার করতে যাওয়া বাংলাদেশের সংবাদ মাধ্যমকে দেওয়া তৈয়ব ইকরামের সাক্ষাৎকার থেকে। ওমানের সালালায় অনুষ্ঠানরত জুনিয়র এশিয়া কাপ হকিতে আট দেশ খেলছে। বাংলাদেশ থেকেও সাংবাদ মাধ্যমের কর্মীরা গিয়েছেন সেখানে। আইএইচএফের সভাপতি তৈয়ব ইকরামের সঙ্গে কথা বলেছেন সাংবাদিকরা। কোনো প্রাপ্তির খবর জানতে পারেননি তারা। তৈয়ব ইকরামের সঙ্গে কথা বলে বাংলদেশের সংবাদ মাধ্যম পরিষ্কার হয়েছে আইএইচএফ হতে খুব সহসাই বাংলাদেশ কোনো কিছু পাচ্ছে না। আইএইচএফ বিভিন্ন দেশের তালিকা তৈরি করেছে। সেই তালিকা অনুসারে টার্ফ পাঠাচ্ছে। কিন্তু বালাদেশের নাম নেই তালিকায়।

টার্ফের প্রসঙ্গ কিংবা আইএইচএফ থেকে বাংলাদেশ কোনো সহযোগিতা পাচ্ছে কি না, এই প্রশ্নে তৈয়ব ইকরাম বাংলাদেশে পৃষ্ঠপোষক তৈরি করার তাগিদ দিয়েছেন। তিনি মনে করেন বাংলাদেশে অনেক পৃষ্ঠপোষক রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে হকির উন্নয়নে কাজ করো। সাংগঠনিক কোনো সহযোগিতার প্রয়োজন হলে তৈয়ব ইকরাম এগিয়ে আসবেন। তিনি বলেন, ‘সাংগঠনিক কোনো সাহায্য প্রয়োজন হলে করতে প্রস্তুত আছে এফআইএইচ। আগে শুধু এশিয়া নিয়ে ছিলাম, এখন পুরো পৃথিবীর খোঁজ খবর রাখতে হচ্ছে। অনেকগুলো টার্ফ দেওয়ার কথা হচ্ছে।

তবে এ যাত্রায় বাংলাদেশকে দেওয়া সম্ভব হবে না। যাদের টার্ফ নেই তারা অগ্রাধিকার পাবেন। তবে এটা সত্যি আগামীতে কোনো টুর্নামেন্ট আয়োজন করলে বা কোনো ধরনের উন্নয়ন কাজে সহযোগতা করার সুযোগ থাকলে সেটি আমার বিশেষভাবে মাথায় থাকবে।’ তৈয়ব ইকরাম এশিয়ার হকি উন্নয়নে এশিয়ার দেশগুলোকে নিজের পায়ে দাঁড়াবার আহ্বান জানান। হকি খেলার আরো প্রচার বাড়ানোর অনুরোধ করে তৈয়ব ইকরাম বলেন, ‘দেখুন, হকি খেলাটা ফুটবল কিংবা ক্রিকেটের মতো না। আমাদের কাছ থেকে ফান্ড পাওয়ার অপেক্ষায় থাকলে হকি এগিয়ে নেওয়া সম্ভব না। সবাইকে নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করতে হবে।’