অনলাইন ডেস্ক:
চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপার প্রশ্নে ফেভারিট কারা? এমন এক প্রশ্নের জবাবে সবার আগে যে নামটা আসবে, সেটা ভারত। যদিও জাসপ্রিত বুমরাহ না থাকায় দলটির বোলিং বিভাগে কিছুটা শক্তির জায়গায় আঘাত এসেছে। তবু, এখন পর্যন্ত ভারতকেই বলা চলে এই আসরের সবচেয়ে ব্যালেন্সড দল। আসরে নিজেদের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হচ্ছে বাংলাদেশের।
বাংলাদেশ বনাম ভারত ম্যাচ বিগত কয়েক বছর ধরে ব্যাপক উত্তাপ ছড়িয়েছে ক্রিকেট ভক্তদের মাঝে। ২০২৩ সালের এশিয়া কাপের সুপার ফোরে ভারতকে হারের স্বাদ দিয়েছিল বাংলাদেশ। আবার সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে সেমিফাইনালেও দেখা হয়েছিল দুই দলের। সেই দফায় অবশ্য শেষ হাসি ছিল ভারতেরই। মাঝে ২০২৩ ওয়ানডে এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দেখায় ভারতের পক্ষেই গিয়েছিল ফলাফল।
রোহিত শর্মার নেতৃত্বে ১২ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচটায় তাই ভারতকে ফেভারিটের তকমা দেয়াই যায়। তবু বাংলাদেশকে কোনো প্রকার সুযোগ দিতে নারাজ টিম ইন্ডিয়া। দেশটির রাজধানী নয়াদিল্লি ভিত্তিক গণমাধ্যম দৈনিক জাগরণ প্রকাশ্যে এনেছে ম্যাচ ঘিরে ভারতের গেমপ্ল্যানকে।
দলীয় সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের উদ্বোধনী ম্যাচে তিন স্পিনার দিয়ে বাংলাদেশকে বাগে আনার পরিকল্পনা করছে ভারত। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারত তার মাস্টার প্ল্যান দেখিয়েছে। কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মা প্লেয়িং ইলেভেনে তিনজন স্পিনারকে সুযোগ দিয়েছিলেন।
বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচেও ভারত স্পিনার ত্রয়ীকে ব্যবহার করতে পারে, যাতে টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করা যায়। সূত্র অনুযায়ী, প্রথম ম্যাচে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবকে খেলানোর সম্ভাবনা রয়েছে। ইনজুরি কাটিয়ে দলে ফেরা কুলদীপ সবশেষ সিরিজে ২ উইকেট পেয়েছিলেন। তাকে দলে না নিলে বরুণ চক্রবর্তীকে দেখা যেতে পারে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে।
এদের মাঝে সবশেষ ম্যাচের ফলাফল নিয়ে ভাবতে গেলে কুলদীপের বোলিং বিশেষভাবে ভাবাবে বাংলাদেশকে। গতকাল দুবাইয়ে পাকিস্তানের লেগ স্পিনার উসামা মীর একাই ধসিয়ে দিয়েছিলেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। আর চায়নাম্যান কুলদীপের কব্জিতে থাকা ভ্যারিয়েশন নিশ্চিতভাবেই ভোগাবে টাইগারদের।
এই ম্যাচে ঋশাভ পান্তের না থাকার সম্ভাবনাই জোরালো। এছাড়া চেনা ব্যাটিং লাইনআপ নিয়েই বাংলাদেশি বোলারদের পরীক্ষা নেবে ভারত। পেস বোলার হিসেবে থাকবেন মোহাম্মদ শামি, আর্শদীপ সিং এবং হার্দিক পান্ডিয়া।
সম্ভাব্য ভারতীয় দল
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, বিরাট কোহলি, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি এবং আর্শদীপ সিং।
আরও পড়ুন
প্রথম প্রহরে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা
ভেঙে গেল হৃদয় খানের তৃতীয় সংসারও
বইমেলায় আজ এসেছে ৭০ নতুন বই