January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 7th, 2022, 8:09 pm

বাংলাদেশকে ‘হোম ভেন্যু’ বানাতে চায় আফগানিস্তান

অনলাইন ডেস্ক :

সীমিত ওভারের ক্রিকেটে উদীয়মান শক্তি হিসেবে গত কয়েক বছর ধরেই নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিচ্ছে আফগানিস্তান ক্রিকেট দল। কিন্তু তাদের নেই স্থায়ী কোনো মাথা গোঁজার ঠাই। যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে এখনও শুরু হয়নি আন্তর্জাতিক ক্রিকেট। যে কারণে কখনও ভারতের দেরাদুন, কখন আরব আমিরাত, আবার কখনও ওমান বা কাতারে নিজেদের হোম সিরিজগুলো আয়োজন করে থাকে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এবার তারা খুঁজছে নতুন হোম ভেন্যু। তাদের ইচ্ছে বাংলাদেশকে নিজেদের ঘরের মাঠ হিসেবে ব্যবহার করার। সে জন্য এরইমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রস্তাব দিয়েছে এসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের বরাত দিয়ে এ খবর জানাচ্ছে দেশের শীর্ষস্থানীয় ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডেইলি সান। শনিবার বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের দিন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে বসেছিলেন এসিবি প্রধান মিরওয়াইজ আশরাফ ও প্রধান নির্বাহী নাসিব খান। সেখানে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নের ব্যাপারে নানান আলোচনা হয়েছে। এরই মাঝে বাংলাদেশকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করতে চাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন সাবেক অলরাউন্ডার ও এসিবি প্রধান মিরওয়াইজ।